Posts

গল্প

আবহমান

July 24, 2025

Raj Biswas

Original Author নরেন্দ্র নাথ চক্রবর্তী

56
View

যা গিয়ে ওই উঠানের তোর দাঁড়া 

লাউমাচাটার পাশ 

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল 

সন্ধ্যার বাতাসে।

কে এইখানে এসেছিল অনেক বছর আগে,

কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে।

কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, 

এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে।

ফুরায় না তার কিছুই ফুরায় না,

নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না!

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, 

লাউ মাচাটার পাশে। 

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল, 

সন্ধ্যার বাতাসে।

Comments

    Please login to post comment. Login

  • Raj Biswas 4 months ago

    খুব খুব ভালো গল্প