বিষে
বিষে নীল দেহ
অমল সরকার
একবিংশ পর্ব
নাইমা --শাওন বিহীন হয়ে দিন দিন অধয্য হয়ে পড়ছে। এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে। শুধু শাওনদের বাড়িই যাওয়া হয় নাই। বন্ধু - বান্ধবী যাকে চেনে তার নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, কেউই এখনো শাওনের খোঁজ দিতে পারেনি। নাইমা সাইমার কাছে জানতে চায়
--- সাইমা বলতো শাওনের খো্ঁজ কিভাবে পেতে পারি? সাইমা একটু ভেবে নিয়ে বলে
-- আপা একটা কাজ কর, চল আমরা শাওন ভাইয়ের বাড়িতে গিয়ে খোঁজ নেই। বড় কোন বিপদ হতে ও পারে। মূহুর্ত দেরি না করে নাইমা বলে
-- ঠিকই বলেছিস। আবোল তাবোল খোঁজ করে কোন লাভ নাই। নাইমা মুচকি হেসে বলে
-- তুই যে শাওন ভাইদের বাড়ি যাবি তোর লজ্জা করবে না? ধমক দিয়ে নাইমা বিরক্তিকর সুরে
-- লজ্জা তৌ তুই আমাকে দিচ্ছিস।
-- আমি লজ্জা দিচ্ছি?
-- তবে নয় তো কি? মনে হচ্ছে তুই কঁচি খুকি কিছুই বুঝিস না। এই প্রেমে পড়লে মানুষ কি না করতে পারে। আমি শাওনকে সত্যি ভালবাসি। নাইমা এবার বলে
-- তাহলে তুই ওকে এতো অপমান কষ্ট ধিক্কার দিলি কেন?
-- এটা প্রেমেরই একটি সাবজেক্ট। সাইমা হাসে।
-- বলে শাওন তোকে ভালবেসে যতো যন্ত্রণা পেয়েছে আমার মনে হয় রুপ কথাও হার মানবে। -- শাওনের জন্য তোর দেখি দরদ উথলে উঠছে।
সাইমা দেখে নিজেদের মধ্যে ঝগড়া পর্যায়ে পৌচাতে পারে তাই চেঁপে যায়।
50
View
Comments
-
Omol Sarkar 4 months ago
দ্বন্দ্ব মুখর প্রেম কাহিনি