মা মা করে করেছিলে চিৎকার
আদরের ধন
আমাকে দেও ধিক্কার।
পুড়েছে তোমার কাপড় চোপড়
পুড়েছে তোমার শরীর
ব্যর্থ মা জননী আমি
নিতে পারিনি কোলো,
কষ্ট লাঘবে আমি
দিতে পারিনি আদুরে চুমো।
ব্যাথায় তুমি দ্বিগ্বিদিক ছুটে ছিলে
অচেনা রাস্তায় সামনের পানে
আপন মায়ের কোলের খুঁজে
ব্যর্থ মা জননী আমি,
নিতে পারিনি তোমায় কোলো।
মাহরীন, মা জননী শিক্ষিকা
দাঁড়িয়ে আছেন সাগর হয়ে
সন্তান তুল্য ছাত্ররা পুড়ছে
শশ্রুষা করতে হবে
পানিতে ভেজা আঁচল দিয়ে
এই সন্তানদেরকে ছেড়ে আসেন কেমন করে!
আগুন লেগেছে তাঁর শরীরে
বুঝতে দেয়নি সে
ক্লান্ত দেহে অবরুদ্ধ কন্ঠে নিস্তজ হয়ে পড়ে
মৃত্যুর মিছিলে,অবশেষে।
... …..... ধন্যবাদ....