কলি ফুটেছিলো
অমল সরকার
কলি ফুটেছিলো বসন্তদিনে
ফাগুনের কৃষ্ণচূড়ার শাখে
কোকিলের ডাকে।
কলি ফুটেছিলো নিশিতে সগোপনে
অলির গুঞ্জনে চন্দ্রিমা রাতে
হাজার তারকা সাক্ষী করে।
কলি ফুটেছিলো অষ্টাদশী যৌবণা রুপে
সূর্যের আলো ম্লান করে দীপ্তৃময় হয়ে
পাখির গানের তালে কণ্ঠস্বরে।
কলি ফুটেছিলো আধার পেড়ুনো
অমোঘ আশার বাণী নিয়ে
প্রশান্তির সুবাতাস।
কলি ফুটেছিলো আমার জীবনের
যৌবণ প্রারম্ভের সন্ধিক্ষণে
চম্বুকের আকর্ষণীয় টান হয়ে
মধুর সংলাপ দিয়ে।
64
View
Comments
-
Omol Sarkar 4 months ago
প্রথম দেখা হলো তাই কলি ফুটেছিলো