বেড়াতে যাওয়া
অমল সরকার
এই প্রথম কারো সাথে বাইড়ে, মানে দূরে বেড়াতে এলো আকলিমা। সিলেটের পাহাড় দেখার সখ ছিলো তাই।
পরশু রাতে ফোন করে ফাইনাল করে নজরুল বলে
--- নজরুল?
-- হ্যাঁ আকলিমা বলো?
-- বলছিলাম কি বাবা মা কে রাজি করিয়েছি। আমার যাওয়া কনফার্ম।
নজরুল লাফিয়ে উঠে ফোনে কথা বলা ভুলে গিয়ে রুমের মধ্যে নাচতে থাকে। সকালে নজরুল আকলিমা কলেজের বাসে টুরএ এসেছে সিলেট। ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলো আকলিমা খুব খুশি।
রাতে শোয়ায় হলো বিপত্তি। মেয়েদের রুমে শোঘগয়ার যায়গা দেয় আকলিমা কে। সেখানে ওর দম আটকে আসতে চাইছিলো। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় অন্যরা ভয় পেয়ে নজরুল কে ডেকে বলে
-- ওর তো শরীর খারাপ। আকলিমা নিজেই বললো আমি নজরুলের কাছে থকবো। নিরুপায় সবাই মেনেও নিলো।
রাতে পাশাপাশি বিছানায় দুই শোয়। জার্নিতে ক্লান্ত হয়ায় সবাই গভীর নিদ্রায় মগ্ন। ঘুমের ঘোরে আকলিকা কোল বালিশ মনে করে এমন জোড়ে নজরুলকে চেঁপে ধরে। নজরুলের ঘুম ভেঙে যায়। বলে
-- আকলিমা কি হয়েছে ভয় পেয়েছিস?
-- না, ঘুমিয়ে স্বপ্নে মাকে জড়িয়ে ধরি। তাই।
নজরুল হেসেই কুটিকুটি।
60
View