কবিতা
প্রেমের সমাধি
অমল সরকার
কবে কোন দিন আগে তার সাথে দেখা হয়
চোখে চোখ ঈশারায় ডেকেছিল আমায়,
সে-ই থেকে আমি আর সুহাসীণি প্রেমময়
জীবন টা কে বেঁধে ফেলি প্রেমের দরিয়ায়।
ভালবাসার মহা সাগরে তরীটি বেয়ে চলি
অন্তর দিয়ে যতো কথা দু,জন বলে চলি
মুখে না বললেও হৃদয়ে বুঝতে পারি ব্যথা
একই কাগজে দুই প্রাণের জীবনের খাতা।
সুহসীণিই যে প্রাণ সেই এই জীবনের ভ্রমড়া
ও কাঁদলে আমি কাঁদি হৃদয় ছিন্নভিন্ন করা
দুই প্রাণ এক আত্মা কখন হলো বুঝি নাই
আমাদের জীবনের ভালবাসা টা ছিল তাই।
এক রশিতে তাই মরবো গলায় ফাঁসী নিয়ে
কাউকে ছাড়া কেউ বাঁচেনা ছিল এমন হিয়ে
এর মধ্যে এক দিন কাল বৈশাখী ঝড় এসে
সব কিছু এলোমেলো লন্ডভন্ড করে শেষে।
কে জানতো এমন করে প্রেমে সমাধি হবে
ঝড় এসে সুহাসীণি কে কেড়ে নিয়ে যাবে
চোখের জলে ভাসি এখন দিবারাত্রি আমি
হয়ে গেলাম প্রেমের কোর্টের মূল আসামি।
65
View
Comments
-
Omol Sarkar 4 months ago
অন্তর্ভুক্তি হইছে যে টেম মৃত্যু কে জানাই সালাম