Posts

কবিতা

অন্তিম ছুটি

July 25, 2025

মো. গোলাম কিবরিয়া

115
View


ঘুম পাড়ানি গানে ঘুমিয়েছিলে তুমি
দেখেছিলে রঙিন সব সপ্ন।
ব্যর্থ আমি ভাবতে পারিনি
দূর্ঘটনা ঘটাবে তোমার কাল।

জীবন পাঠের দীক্ষায় 
                     হবে তুমি বড়
তাইতো বলেছি স্কুলে যেতে,
                     মনোযোগ দিয়ে পড়ো।
ঘুমো ঘুমো চোখে
                    কলিজা আমার
দেয়েছিলাম চুল বেনী করে;
টিফিন বক্সটা ব্যাগে দিয়ে
                     বলেছিলাম খেয়ে নিতে।
গলায় ঝুলিয়ে আইডি কার্ডটা
                    তুলেছিলে ছবি
ভাবতে পারিনি এটাই শেষ স্মৃতি। 
বলবে না আর 'মা, কেন 
                    আসতে করেছিলে দেরি'?

টিফিন বক্সটা রয়েছে পরে 
                   আইডি কার্ডটা ফ্লোরে
সব কিছুই আগের মতো হবে
                   শুধু আসবেনা তুমি ফিরে।

খেলতে যাবে তুমি চেয়েছিলে ছুটি
                তাইকি নিলে অন্তিম ছুটি। 
রাগ করেছো, ফিরবে না বাড়ি।

............ ধন্যবাদ.......

Comments

    Please login to post comment. Login