Posts

কবিতা

সবটাই মহাজনের

July 25, 2025

শরীফ এমদাদ হোসেন

53
View

এবং আমিও তোমার নই
এ ঘর আমার নয়, এ নদী সরোবর, মায়াবী রাখাল
ওই তো কাশের বন, সময়ের অকুণ্ঠ দাশ কখনো আমার নয়
আমিও কী কখনো আমার?

সময়ের ট্রেনে করে যারা যায়, আমি তার টিকিট বাহক
আমি নই,আমি নই জনস্রোতে হারানো- নিখোঁজ বালক
আমি তার কেবলই খবর স্বজনের
দিনশেষে আমার নয় কোনকিছু -- সবটাই মহাজনের।

আমার বলিতে কিছু নেই
শুধু মায়া আর জঞ্জাল স্মৃতির
এই জমি এই ঘর ভালোবাসা প্রেম ও প্রীতির
যা কিছু দেখোনা কেন দিনশেষে নয়তো আমার
বসে আছে মন মহাজন-- সবকিছু তার।

এতোটুকু হুকুমের পর আতর মাখানো দেহ
বলতে পারেনি কেহ-- ওটা তার
এ জীবন ক্ষণিকের
সময়ের শেষে সবকিছু মহাজনের।

Comments

    Please login to post comment. Login