নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
চতুর্থত বিংশ পব
হিমাদ্রি নীলাদের গ্রামের এক লোকের কাছে জানতে পারে নীলা মামা বাড়ি বেড়াতে গেছে। তারপর থেকে ফোনে ট্রায়াল করে পায়নি। মনটা আর জোড়া লাগলো না মনে হয়। নিস্ফল জীবন মূল্যহীণ ভাবে।
দুপুরে খাতা কলম নিয়ে কি যেন লিখছিলেো। ঘরে আসে মা দেবীকা হিমাদ্রির কাছে গিয়ে লেখা দেখে জিজ্ঞেস করে
-- বাবা হিমু তোকে এক টা কথা জিজ্ঞেস করি? কলম হাতে নিয়ে মার মুখের দিকে তাকিয়ে বলে
-- বল,মা কি বলবে?
--- আমার কিছু দিন ধরে আমার এক টা জিনিস মনে হয়। হিমু মার কৌতুহল নিবারনের জন্য জিজ্ঞেস করে
--- তুমি বলো মা। কি বলতে চাও।
-- বলছিলাম কি তুই কোন মেয়ে কে ভালবাসিস?
-- মা, তুমি একথা বলছো কেন?
-- বলছি এই কারনে তুই যখন হাসপাতালে থাকতে কোন মেয়ে নাকি পোনে দুই লাখ টাকা তোর জন্য দিয়ে দিয়েছে।
-- মা, তোমার কাছে মিথ্যা বলবো না, একটি মেয়ের সাথে আমার সম্পর্ক ছিলো। কিন্তু ?
-- কিন্তু কী? বল?
-- কিছু দিন আগে ওর বাবা মা ওকে বিয়ে দিতে চায়।
-- তারপর?
-- ও আমাকে ঘটনা খুলে বলে। শেষ মেশ আমাকে বিয়ে করতে বলে। আমি তোমাদের কথা চিন্তা করে তার কথায় রাজি হইনি। ও রাগ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে, এমনকি আর কোন সম্পর্কই রাখেনি। যদিও মেয়েটি আর বিয়ে করেনি।
--- কি বলিস হিমু? তুই আমাদের জন্য দেবীর মতো প্রেমিকের ভালবাসা হারালি।
--- তুই ওর নাম ঠিকানা দে, আমি যোগাযোগ করবো।
91
View