বিষে নীল দেহ
অমল সরকার
ত্রিবিংশ পর্ব
শাওন ওষুধের ফর্ফাসীতে আসে ওষুধ কিনতে। ব্যাবস্থা পত্র দেখে দোকানের লোক ওষুধ গুলো বুঝিয়ে দিচ্ছিলো। দোকানে অনেক কাস্টমার। একপাশে দাঁড়িয়ে ওষুধ নেয়া শেষ করে যেই রিকশায় পা রাখে মুখ ঘুরালে দেখতে শাওনকে আরেক পাশে ভিরের মধ্যে দাঁড়িয়ে ওষুধ কিনতে আসা নাইমা আর সাইমা দুই বোন। সাইমা প্রথমে খেয়াল করে বলে
-- আপা, এই যে রিকশায় উঠলো উনি শাওন ভাই।
-- কী! আগে বলবি না?
--- আমি দেখেই তো তোমাকে বললাম।
--- চল, ওকে ধরতে হবে। প্রাইভেট কারে ওঠে। ড্রাইভার কে বলে
-- ওই যে দূরে যে রিকশাটা দেখছো ওইটা ফলো করে ধরা চাই। গাড়ি জোড়ে সামনের রিকশাও জোড়ে চলছে। পল্টনের মোড়ে এসেই রিকশা বেড়িয়ে যায় কিন্তু নাইমার গাড়ি জ্যামে আটকে যায়। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে যায়। নাইমা ড্রাইভার কে বলে
-- সামনে চলো রিকশাটা এতোক্ষণে বেশি দূর যেতে পারেনি। গাড়ি দ্রুত গতিতে চলছে। মাঝে জোড়ে ব্রেক করায় নাইমা সাইমা সামনে ঝুকে পড়ে। সামনে চার রাস্তা। ড্রাইভার জানতে চায়
-- ম্যাডাম কোন দিকে যাবো।
-- বাঁ দিকে যা।
গাড়ি বা্য়ে মোচর ঘুরে চলছে, থামার নাম নাই। নাইমার মনে বিশ্বাস সামনেই বোধ হয় শাওনের সাথে দেখা হবে। মনে মনে ভাবে আমি কেন যে সে দিন শুধু শুধু শাওনকে দোষারোপ করে রাগ করলাম? এখন নিজেই সেই ভুলের বিষ তার দেহে বয়ে বেড়াতে হচ্ছে।
গাড়ি থামে সাইমা দেখে বাড়ির গেট।
55
View
Comments
-
Omol Sarkar 4 months ago
শাওনের দেহে মিথ্যা বিষ দিয়ে নিজেেই বিষাক্ত