Posts

কবিতা

হৃদয়ে রক্ত ক্ষরণ

July 25, 2025

Omol Sarkar

103
View

কবিতা 

হৃদয়ে  রক্ত ক্ষরণ 

অমল সরকার 

দীর্ঘদিন বুনে চলা সম্পর্কের ক্ষেত্র
দেখাদেখি চোখাচোখি ভাব বিতরণ
একটি কাঙ্খিত ফাঁদে দেয়া পর্দাপন
প্রেমের সরোবরে ডুবিয়া আবগাহণ। 

নেশায় বুঁদ ভালবাসার কাঙাল হয়
দুই হাত পেতে মনের পাত্রে ভিক্ষায়
দিল সে ঝোলায় ভরে আপনার মন
পর থেকে হয়ে গেলাম কতো আপন। 

হাসে হাসি আর কাঁদলে কাঁদি আমি 
পৃথক আত্মা  এই সূতায় সালতামামী 
নিজ   খুঁজে পাইনা জগত সংসারে
সে আর আমি আলাদা নাই যে করে। 

এক দিন এলো  ঘূর্ণিঝড় অনুভূতিতে
মেনে নেওয়া  ক্ষমা আদর উপড়ালো
সহনশীলতা সম্প্রীতি মমতা নিশ্চিহ্ন 
বিক্ষুদ্ধর গুমোট বাতাস করলো বাস। 

তখন থেকে হৃদয়ে রক্তক্ষরণ চলছে
পদ্মা মেঘনা যমুনার জল লাল বইছে।
 

Comments

    Please login to post comment. Login