**গল্পের নাম: **
রাত গভীর। গ্রামের এক কোণে পুরনো এক বাড়িযেটি সবাই "ছায়ার বাড়ি" নামে চেনে। বহু বছর আগে সেখানে এক মেয়ে মারা গিয়েছিল, নাম ছিল রেণু। শোনা যায়, আজও সে বাড়ির জানালায় দাঁড়িয়ে থাকে, চুল ছড়িয়ে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে.
একদিন শহর থেকে রাহুল নামের এক তরুণ আসে ছুটিতে। সে সাহসী, ভূতে বিশ্বাস করে না। বন্ধুরা তাকে বলে, “ছায়ার বাড়িতে এক রাত কাটাও তো দেখি তোমার কেমন সাহস !” রাহুল তার বন্ধুদের কথা শুনে নিজের সাহস প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ নিয়ে নেয় ।
এবং সে বের হয়ে পড়ে সেই বাড়ির উদ্দেশ্যে
রাত বারোটায় সে বাড়িতে ঢোকে। বাতাস থমথমে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ কর্কশ কণ্ঠে ভেসে আসে, “ফিরে যা” রাহুল ভাবে, কেউ মজা করছে। কিন্তু পরপর দরজা বন্ধ হয়ে যায়, জানালা খুলে হাওয়ায় ওড়তে থাকে পর্দা। আয়নায় দেখা যায় এক সাদা পোশাক পরা মেয়েচোখ দুটো লাল, মুখে রক্তের ছাপ.
রাহুল চিৎকার করে বেরিয়ে আসে। সেই রাতের পর, সে আর কখনো ভুত নিয়ে হাসাহাসি করেনি।
58
View