জানেন তো,,,
জীবনের ছোট ছোট ইচ্ছে,শখ-আহ্লাদ খুব দামি জিনিস, এই ছোট ছোট শখগুলো পূরণ করতে না পারলে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায়, তাই সময় থাকতেই শখগুলো পূরণ করুন, বিশ্বাস করুন জীবনের সর্বোচ্চ তৃপ্তিটা পাবেন,
অনেক টাকা হলে স্ত্রীকে নিয়ে গাড়ি করে ঘুরবেন? এই চিন্তা থেকে বেরিয়ে আসুন, মন চাইলে আজ ই বেরিয়ে পড়ুন,, হোক না রিক্সায়,
রিক্সায় চেপে হাতে হাত রেখে শহরময় ঘুরে বেড়িয়ে আসুন,
দেখবেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা উপহার পাবেন,
একদিন হয়তোবা আপনার গাড়ি হবে অনেক টাকা হবে কিন্তু সময় আর পাবেন না,
কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে? আজই বেরিয়ে পড়ুন আপনার সাধ্যের মধ্যে কোথাও থেকে বেরিয়ে আসুন ,কারণ একদিন হয়তোবা আপনার অনেক টাকা হবে কিন্তু শরীরের এই শক্তিটুকু আর হয়তোবা থাকবে না,
একদিন সব হবে এই আশায় নিজেকে এবং কাছের মানুষগুলোকে বঞ্চিত করবেন না,
একদিন সব হবে এই আশায় যারা বসে থাকে তাদের জীবনে কিছুই হয় না তাদের জীবন কাটে শুধু হতাশায়,
মনে রাখবেন এই ছোট ছোট সবগুলো পূরণ করতে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না,
প্রয়োজন শুধু ইচ্ছার শক্তির,,,