Posts

গল্প

“অন্ধকারের ছায়া”*

July 26, 2025

Sabbir Hasan

57
View

ছোট্ট এক গ্রামে, রাতে যখন সব লোক ঘুমিয়ে পড়ে, তখন একটা রহস্যময় ছায়া ঘুরে বেড়ায়। কেউ তাকে কখনো দেখতে পায়নি, কিন্তু যাদের ঘরে সে ঢোকে, তারা আর কখনো সুস্থ থাকতে পারে না।  
একদিন, জয় নামের এক তরুণ গ্রামের বাইরে থেকে একটি পুরনো লাঠি নিয়ে আসে। সবাই তাকে সতর্ক করে, কিন্তু জয় বিশ্বাস করে না। রাতের বেলা, জয় ওই লাঠি নিয়ে গ্রামবাসীদের বাড়ি ঘুরতে শুরু করে। হঠাৎ করেই অন্ধকারে সে দেখতে পায় সেই ছায়া আসছে তার দিকে।  
ছায়াটি ধীরে ধীরে জয়ের কাছে এসে বলে, “তুমি আমার খেলা শুরু করেছো, এখন শেষ পর্যন্ত থাকতে হবে।”  
পরের দিন থেকে জয়কে আর কেউ দেখেনি। শুধু লাঠিটা মিলেছিল গ্রামের ধারে পড়ে। কেউ জানে না, জয় কোথায় হারিয়ে গেল, আর ওই ছায়া আজো গ্রামে ঘুরে বেড়ায়...  

তুমি কেমন লাগলো গল্পটা? আরেকটা শুনতে চাও?

Comments

    Please login to post comment. Login