নিতান্তই কাল্পনিক অস্তিত্ব খুঁজে বেড়াই।
যার ভালোবাসা হেরেছে, হার মেনেও বেচেছে। যদিও কল্পনা করে এবং তাদের জন্য একটা ব্যাপার স্যাপার নিয়ে কাজ করার চেষ্টা। এই বাস্তবতা হচ্ছে তার জন্য একটা উপহার হিসেবে দেখা। কথিত কল্পনাকে তোমার আমার তার পরের আর কেউই জানলো না। তবে উপলব্ধ চরিত্রে তুই মহান, সে শ্রেষ্ঠ।