বিষে নীল দেহ
অমল সরকার
চতুর্থ বিংশ পর্ব
নাইমা বার বার রুমের ভিতরে খটকট করে এটা সেটা করতে থাকে। পাশের রুম থেকে আলাউদ্দিন মিয়া ঠিক পায় রা একটা বাজে মেয়ে এখনো ঘুমায়নি। দরোজার কাছে গিয়ে বেল টেবে। বার বার বেল টিপতেই নাইমা খাটে তাকায় সাইমা বেঘোরে ঘুমাচ্ছে। নিজেই দরোজা খুলে জানতে চায় -- কে?
-- আমি মা নাইমা।
-- এতো রাতে কি জন্য, কোন সমস্যা?
-- হ্যাঁ। কথা শেষ না হতেই চমকে ওঠে নাইমা। মুখটা কালো কুৎসিত হয়ে বলে
তোমার শরীর খারাপ? ভেতরে এসো। আলাউদ্দিন মিয়া ভিতরে যায়। নাইমা দরোজা বন্ধ নাকরে ভেজিয়ে রেখে বাবাকে সোফায় বসতে বলে। সে বসে নাইমা জিজ্ঞেস করে
-- শরীর খারাপ ঘুমোনোর আগে আমাকে তো বললে না। এতো রাতে কি ডাক্তার আসবে?
--- ডাক্তার আসতে হবেনা। তুই বস। নাইমা পাশের সোফায় বসে। আলাউদ্দিন মিয়া সাইমার দিকে তাকিয়ে দেখে আরামে ঘুমিয়ে। নাইমা সোফা থেকে উঠে বাবা কাছে এসে পিঠের কাছে দাঁড়িয়ে বাবার কাঁধে হাত রাখে। আলাউদ্দিন মিয়ার শরীরটা শীতল হয়ে যায়। নাইমা বাবার কপালে হাত দিয়ে দেখে।৷ বুকে হাত দিয়ে দেখে। যেমন দেখতো নাইমার দাদি বেঁচে থাকতে। নাইমা বাবার কাঁধে মাথা রীখে।
58
View
Comments
-
Omol Sarkar 4 months ago
ভুল বোঝাবুঝির গল্প