Posts

নন ফিকশন

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উদযাপিত

July 27, 2025

POSITIVE BANGLADESH

119
View

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উদযাপিত


বিশেষ প্রতিনিধি (ঢাকা)
রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণবৈষম্যবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ জুলাই শনিবার বিকেল ৫টায় "নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও মৃধাজ ড্রইং হাউজ, রাব্বি হারবাল ও বেটার লিভিং ফাউন্ডেশনের সৌজন্যে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  উক্ত অনুষ্ঠানে মানবতা, ন্যায় বিচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজের অবহেলিত গরিব ও নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিতদের স্বীকৃতি হিসেবে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ ও মুক্তি সংগ্রামী পদক ২০২৫ প্রদান করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব আমজাদ হোসাইন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরী। "নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবন ও কর্ম" শীর্ষক প্রধান  আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক কবি, প্রথিতযশা গবেষক ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ড. এস এম শাহনূর। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক জনাব রাকিব আলী।

জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা মৃদুলার সঞ্চালনায়  আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম রাজীব।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নেলসন ম্যান্ডেলার জীবনাদর্শ ও শান্তির দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছাড়িয়ে দেওয়ার গুরত্ব তুলে ধরেন।

প্রধান আলোচকের বক্তৃতায় ড. এস এম শাহনূর বলেন,
"নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার" সমাজ সেবায় নিয়োজিতদের অনুপ্রাণিত করবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দেবে।
নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক রাকিব আলী জানান, এই পুরষ্কারের মাধ্যমে তাঁরা একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিতে চান।

এ পুরস্কার দুটো সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে অসাধারণ অবদান রাখা কিছু ব্যক্তি ও দুইটি সেচ্ছাসেবী সামাজিক ফাউন্ডেশনকে প্রদান করা হয়েছে। পুরষ্কার প্রাপ্তরা হলেন-দিলরুবা পারভীন লাকী (নারী উদ্যোক্তা), মাহফুজা আক্তার (নারী উদ্যোক্তা), মাসুদ মাহাতাব (সমাজ সেবা), পুষ্পেন রায় (কবি ও সাহিত্যিক), সবুজ রায় (আবৃত্তি শিল্পী), মাহমুদুল হাসান শান্ত (কবি ও গীতিকার), শাহরিয়ার হাসান মৃধা রাতুল (প্রত্নতাত্ত্বিক গবেষক), মোঃ সাদ্দাম হোসেন ( শিক্ষক), ফারজানা মৃদুলা (উপস্থাপনা), আব্দুল্লাহ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সেচ্ছাসেবী সংগঠন), মনিরুল ইসলাম রাজীব (সেচ্ছাসেবক), ড. তোফায়েল (রসায়নবিদ), মোস্তাফিজুর রহমান (কবি), লাবণ্য সীমা (কবি ও লেখিকা), বেটার লিভিং ফাউন্ডেশন (সেচ্ছাসেবী সংগঠন), মোঃ রাশেদ মাহমুদ (চেয়ারম্যান:রাব্বি হারবাল), সাবরিনা ইসলাম নীর (কবি ও লেখিকা)
হুমায়ুন কবির মৃধা (সংগঠক), তরিকুল ইসলাম (সাংবাদিক), এস আর শফিক শাওন (সাংবাদিক), মোঃ হাসান রোহানী জিহাদ (চিত্র শিল্পী), তাহেরা বেগম (সেরা মা)

পরে পুরষ্কার প্রাপ্তদের কাছ থেকে তাদের সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাওয়া হয়।  মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, ডকুমেন্টারি প্রদর্শন এবং কৃতজ্ঞতা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Comments

    Please login to post comment. Login