Posts

চিন্তা

পৃথিবী একটি গোলকধাঁধা

July 27, 2025

Sabila rup

Original Author Sabila Ahmed Rup

64
View

তীব্র অন্ধকারে কোনদিন ছায়া দেখা যায় না। কারণ ছায়ার জন্য আলো প্রয়োজন। যখন আলো চলাচলের পথে কোন বস্তু বাঁধা দেয়। ঠিক তখনই সেই বস্তুর ছায়া দেখা যায়। অর্থাৎ,  আলোর উপস্থিতি ছায়া সৃষ্টির পূর্ব শর্ত। 
ঠিক তেমনি হুটহাট, অচেনা, অজানা কাউকে ঘৃণা করা যায়। যে ব্যক্তির প্রতি অগাধ ভালোবাসা,ভালোলাগা,ইতিবাচকতা কিংবা মনের কোণে সামান্যতম স্থান থাকে তাকেই শুধু ঘৃণা করা যায়। কারণে অকারণে সযত্নে তুলে রাখা ভালোবাসা অথবা ভালোলাগা ঘৃণায় রূপ নিতে পারে। কী অদ্ভুত  তাই না? এই জন্যই আমার কাছে পৃথিবী একটি গোলকধাঁধার মতো। যেখানে প্রতিনিয়ত জীবনের রং বদলায়। 

Comments

    Please login to post comment. Login

  • Lamim Paik 4 months ago

    অসাধারণ এগিয়ে যান দুর্বার গতিতে ✍️