নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
সপ্তবিংশতি পর্ব
নগেন্দ্রনাথ সকালে অফিসে যাচ্চ্ছিলেম। হঠাৎ দাঁড়িয়ে স্ত্রী দেবীকা রানীকে জিজ্ঞেস করে
-- এই শোন? দেবীকা বলে
-- বলো?
-- বলতে চাইছি, তুমি তখন যে হিমুর ব্যপারে যে মেয়েটির কথা বললে৷ ওই মেয়েটির নাম কি যে বললে?
-- ওর নাম, নীলান্জনা।
-- নীলান্জনা। যার চোখ নীল তাকেই বলে নীলান্জনা। বলে নগেন্দ্রনাথ অফিসের উদ্দেশ্যে রওয়া দিলো। ঘর থেকে বাইড়ে এসে মিনু মার কাছে জিজ্ঞেস করে
--- মা, বাবা নীলান্জনা, নীলান্জনা বলে মুখস্থ করতে করতে গেলো কেন?
-- তোর হিমু দাদার সাথে যে মেয়েটি প্রেম ওর নাম নাকি নীলান্জনা।
--সত্যি!
-- সে দিন ঘুমে স্বপ্ন দেখে হিমু বলছিল, নীলান্জনা তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। তোর দাদা, কিছুতেই স্বীকার করলো না। উচ্ছ্বসিত হয়ে মিনু বললো
-- জাস্ট রাইট মা। আমি দাূদার খাতায় নীলান্জনা নামের কবিতা লেখা দেখছি।
-- চল তো দেখি কবিতায় কি লিখেছে। দুই জন ঘরে গিয়ে হিমাদ্রির লেখার খাতার পাতা উল্টে উল্টে পড়তে থাকে।
57
View
Comments
-
Omol Sarkar 4 months ago
নীলান্জনাকে ফিরে আসতেই কারন ও হিমাদ্রিকে ভালবাসে