Posts

গল্প

বিষে নীল দেহ

July 27, 2025

Omol Sarkar

62
View

বিষে নীল দেহ 
অমল সরকার 
ছাব্বিশ পর্ব 

শাওন তাড়াতাড়ি বাইড়ে বেরুনোর প্রস্তুতি নিতে দেখে মা কাছে এসে জানতে চায়
-- কোথায় যাবি বাবা? একটু ভার্সিটির দিকে যাবো। ভার্সিটি তো বললি বন্ধ। 
-- দরকার আছে। কথা না বাড়িয়ে কয়েক পা, হেটে রিকশায় ওঠে শাওন। মা নাস্তা খাওয়ার প্লেট থালা পরিস্কার করতে থাকে।
হঠাৎ বাইড়ে একটি প্রাভেটকার এসে দাঁড়ায়। গাড়ি থেকে আলাউদ্দিন মিয়া নামে। শাওনের মা কিচেন থেকে দেখে লোকটি গেট দিয়ে ঢুকছে। গেটের দিকে এগিয়ে যায়। আলাউদ্দিন মিয়া শাওনের মাকে আসসালামু আলাইকুম বলে সম্মোধন করে। তিনিও সালামের উত্তর দেন। আলাউদ্দিন মিয়া জিজ্ঞেস করেন
-- এটা কি শাওনদের বাড়ি? চমকে ওঠে শাওনের মা। ছেলে আবার কোন ঝামেলায় পড়লো নাকি? সাহস নিয়ে বলে
-- জ্বী, স্যার। 
-- ছিঃ ছিঃ, আপনি স্যার বলবেন না। ভাই বললেই হবে। আচ্ছা যাক, আপনি তো শাওনের মা?  
-- জ্বী।
-- ও কোথায়? 
-- কেন? কোন সমস্যা? 
-- না না। তেমন কোন সমস্যা নয়। তারপরও সমস্যাই বলতে পারতেন।
-- আমাকে বলুন ও বাড়ি এলে আমি বললো।
-- না থাক। সকালে ছিলো। রাতে কখন বাড়ি আসে। 
--ঠিক নাই।
-- তাহলে আমি আগামীকাল সকালেই আসবো।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    নীরব যন্ত্রণায় নাইমার দেহ নীল হয়ে আছে। আথচ ছোবল ওই মেরেছিলো