সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি স্মৃতিকথা লেখার জন্য প্রকাশক প্রায় ১ কোটি ডলার অগ্রিম দিয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ২৩ জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই বইতে বাইডেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার অভিজ্ঞতার কাহিনী তুলে ধরবেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হ্যাচেট বুক গ্রুপের শাখা লিটল, ব্রাউন অ্যান্ড কোং এই স্মৃতিকথাটি প্রকাশ করবে। তবে বাইডেনের প্রতিনিধিত্বকারী ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি, এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রকাশকও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিকে চলতি মাসের শুরুতে ৮২ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি তার হোয়াইট হাউসের দিনগুলো নিয়ে একটি স্মৃতিকথা লেখার জন্য কঠোর পরিশ্রম করছেন। তবে নতুন এই স্মৃতিকথার নাম এবং কবে প্রকাশিত হবে তা এখনও জানা যায়নি।
বাইডেন এর আগেও দুটি স্মৃতিকথা লিখেছিলেন। তার প্রথম বই ‘প্রমিজেস টু কিপ: অন লাইফ অ্যান্ড পলিটিক্স’ ২০০৭ সালে এবং দ্বিতীয় বই ‘প্রমিজ মি, ড্যাড: অ্যা ইয়ার অব হোপ, হার্ডশিপ অ্যান্ড পারপাস’ ২০১৭ সালে প্রকাশিত হয়।
বেশিরভাগ মার্কিন প্রেসিডেন্টই দায়িত্ব ছাড়ার পর স্মৃতিকথা লিখেছেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার স্মৃতিকথা, ‘মাই লাইফ’ এর জন্য ১ কোটি ২০ লাখ ডলার, জর্জ ডব্লিউ বুশ তার স্মৃতিকথা ‘ডিসিশন পয়েন্টস’ এর জন্য ৭০ লাখ ডলার অগ্রিম পেয়েছিলেন। এছাড়া বারাক এবং মিশেল ওবামা ২০১৭ সালে পেঙ্গুইন র্যান্ডম হাউসের সঙ্গে দুটি বইয়ের জন্য ৬ কোটি ৫০ লাখ ডলারের একটি চুক্তি সই করেছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এছাড়া ২০০৮ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।