Posts

কবিতা

তুমি মনে রাখার বিষয়

May 28, 2024

আরমান মোহাং সিফাত

সব কিছু মনে রেখেছি,
তোমার সাথে দাঁড়িয়ে হাসতে-হাসতে হাজার কিসিমের কথা বলা,
তোমার ভালো-মন্দ কীসে এসব-সহ।

এও মনে রেখেছি যে,
তোমার কপালে ছোট কালো টিপটা,
ঠোঁটে লাল লিপস্টিক এর সৌন্দর্য মিলেটাস এর আসপাসিয়া, স্পার্টার হেলেনকেও হার মানিয়েছিলো!
তোমার প্রতি আমার যে প্রেম,
সেই প্রেমকে আমি শ্রেষ্ঠত্ব দিতে পারি।

আমার শুধু আপসোস, 
আমি ছুঁতে পারিনি তোমার হাত,
দিতে পারিনি কপালে চুমু,
দেখাতে পারিনি প্রেমের সেই পেঁচাকে,
যে তোমার দিকে এক নজরে তাকিয়েছিলো!

তোমার কপালে একটাবার চুমু দিতে,
তোমার হাত ধরতে আমার কী কী বিসর্জন দিতে হবে?

বলতে পারো?
বলবে আমাকে?

Comments

    Please login to post comment. Login