Posts

গল্প

বিষে নীল দেহ (Premium)

July 28, 2025

Omol Sarkar

0
sold
বিষে নীল দেহ
অমল সরকার
সাতাশ পর্ব

রাতে শাওন বাড়ি আসে। একমাত্র মাই তার কাছে। ভাি বোন সবাই গ্রামের বাড়ি বগুড়ায় থাকেন। মা শাওনকে খাবার প্লেট সামনে দিয়ে জিজ্ঞেস করে
-- শাওন, একটা লোক এসেছিলো তোকে খোঁজ করতে।
-- কেমন দেখতে? ফর্শা লম্বা মতো, একহারা। গাড়ি নিয়ে এসেছিলো। কি নাম যে বললো আমার মনে নেই। শাওন ভাত খেতে থাকে। ওকে প্রায়শই কেউ খুঁজতে আসে। তাই মা আবার বাড়ি ফিরলে বলে। আজও সেইটা মনে করে ভাবছে কে আসতে পারে? পার্টি লেডার? না তা তো হওয়ার কথা নয়। নাট্য উৎসবের কেউ না তাদের তো গাড়ি নাই। মুখের খাবার চিবোয় আর ভাবে তাহলে কার আসার কথা ওকে খোঁজ করতে,? মাকে জিজ্ঞেস করে চোখে কি চশমা ছিলো?
-- না চশমা টশমা কিছু তো দেখলামনা
কে হতে পারে? ভাবতে ভাবতে কখন খাওয়া শেষ নিজেই টের পায়নি।
প্লেটের দিকে তাকিয়ে দেখে ভাত আর নাই।
বিষয়টি মা বুঝতে পেরে বলে
-- আর এক চামচ ভাত দিই?
--- না,না। হাত ধোয়ার জন্য বেশিনের কাছে যায়। মা টাওয়াল দেখিয়ে বলে
-- কার আসার কথা ছিলো শাওন?
-- কই তেৃন তো কিছু মনে পড়ছে না। যাকগে তুমি এসব নিয়ে ভেবোনা। যার প্রয়োজন হবে সে আবার আসবে।
--লোকটির ব্যাবহার খুব ভালো।


This is a premium post.

Comments

    Please login to post comment. Login