হেটে চলি
অমল সরকার
হাটা শেখার পর থেকে
হেটে চলি সোজা পথে তবু বাঁকা
যাই পা ফেলে দেখে শুনে
তবুও যাই গর্তে পড়ে।
ভালবাসি নিখাদ ভাবে হৃদয় দিয়ে
বিচ্ছেদের আগুনে জ্বলি
অনুক্ষণ দিবারাত্রি প্রহরে প্রহরে।
প্রেম করলাম নিগুর তত্বের পথে
বিচ্ছিন্নতার সূতা ছিড়ে
ছিটকে গেলাম অনেক দূরে।
এই জীবনে হাসি দেখতে পেলাম না
হাসবো কি ভাবে তা আর বুঝলামনা
হেরে যাওয়া প্রাণের আকুতি
কেউ শোনেনা এই জগতে
নীরব কান্না করি তাই পথে পথে।
This is a premium post.