Posts

কবিতা

অন্তর্জ্বালা

July 29, 2025

Lamim Paik

Original Author লামিম পাইক

52
View

অন্তর্জ্বালা

লামিম পাইক

শহরের প্রতিটি বাতি
আজকাল চোখে পড়ে না
কারণ আলোও একধরনের ভার
যা জ্বলে, কিন্তু উষ্ণ করে না।

চুপচাপ হেঁটে যাই
নিজের ছায়ার পাশ দিয়ে
যেন আমি নিজেকেই খুঁজছি
একজন অচেনা পথিকের মতো।

দেয়ালগুলো কথা বলে না
তবু তাদের ফাঁকে ফাঁকে
একটা হাহাকার জমে থাকে
যা ছুঁলে কেঁপে ওঠে ভেতরের শূন্যতা।

ঘুম আসে না রাতে
আসে শুধু দীর্ঘশ্বাসে মোড়া চিন্তারা
যারা আমাকে ধরে না
তবু ছেড়েও দেয় না।

তুমি যদি আজ প্রশ্ন করো
“এটা কি জীবনের নাম?”
তবে আমি বলব না কিছু
শুধু চুপ করে থাকব
কারণ নীরবতাই একমাত্র ভাষা
যা আমাদের সত্য বলে দেয়।

Comments

    Please login to post comment. Login