অশুদ্ধ আসক্তি।
#পর্ব ১
আজ সূর্য মামা বোধয় বেজায় চটে আছেন। সেজন্যই তো সেই সকাল থেকে তার তেজের তাপে পুড়িয়ে দিতে চাইছে। জনমানবহীন করে দিতে চাইছে এ ধরনীটাকে। আচ্ছা, কেন রেগে আছে সূর্যি মামা? বউয়ের সাথে ঝগড়া হয়েছে হয়তো।যাক গে রাগ করোনা বউ মানুষ তো ঝগড়া করবেই।এসব হিজিবিজি ভাবতে ভাবতেই পীচঢালা রাস্তা দিয়ে এগিয়ে চলছে জুঁই। জুঁই এর সূর্য মামার রাগ বিশ্লেষণে দুই বালতি জল ঢেলে দিল ওর একমাত্র আকাইমা বেস্ট ফ্রেন্ড ইয়ানা সিকদার। ইয়ানা পেছন থেকে জুঁইকে ধাক্কা মারে.....
"কীরে ভাবুক পাখি, আজ কাকে নিয়ে গবেষণা করে তার ১৪ গুষ্টি উদ্ধার করছিস তুই?"
ইরানের কথা শুনে জুঁই ওর ভ্রু কুঁচকে তাকিয়ে বললো...
—"তোর কী বুদ্ধি সুদ্ধি লোপ পেয়েছে তোর নাকি কেউ তোর useless ব্রেনটা কেউ চুরি করে নিয়ে গেছে রে????যাক গে দেখছিস আমি আনমনে হাঁটছি পেছন থেকে ধাক্কা দিলি কেন?এখনি তো পড়ে যেতাম। "
— "কেন, পড়বি কেন?তোর স্বপ্নের রাজকুমার না তোকে আগলে রাখে সে স্বপ্ন থেকে বের হয়েই তোকে ধরে ফেলবে। পরে আবার স্বপ্নে ফিরে যাবে।"
—হ্যাঁ আসবেই তো। আমার স্বপ্নের রাজকুমার আমাকে বেজায় ভালোবাসে কিনা।"
এবার আর হাঁসি আটকাতে পারলো না ইয়ানা। অট্টহাসি হেঁসে জুঁই এর কানের মাথা খেয়ে নিচ্ছে ও।হাসির তোপে কথা বলতে পারছে না ও।ইয়ানা মেয়েটা খুব একটা হাসে না তবে জুঁই এর সাথে থাকলে ওর হাসিরা বেসামাল হয়ে পড়ে।
জুঁই ওর হাসিতে তেতে উঠল কি এমন বলেছে ও। ওর স্বপ্নের কথাই তো বলেছে এতে হাসার কী হলো! আশ্চর্য!! জুঁই রেগে ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে,
—"একদম হাসবি না। নয়তো মেরে ফেলবো তোকে আমি। আমার স্বপ্নের রাজকুমার একবার আমার জীবনে আসুক তোকে সবার আগে মার খাওয়াবো আমি।আর একদম আমার পিছনে আসবি না । শয়তান ডাইনি বুড়ি একটা।"
একথা বলেই রেগে হনহনিয়ে হাঁটতে শুরু করে জুঁই।ইয়ানা এখনো হাসছে। রেগে মেগে আগুন হয়ে হাঁটতে হাঁটতে লম্বা চওড়া ভারী কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় জুঁই এর। উঁহু কিন্তু না ও পড়লো না। কেউ তার আগেই ওকে জাপটে ধরে ফেলে বেশ শক্ত করেই ধরে ফেলে... কী উষ্ণ সেই জায়গাটা!!!! হঠাৎ কারো ধমকে ভ্রম কাটলো জুঁই এর।
—"এই পিচ্চি মেয়ে!!!! দেখে চলতে পারো না তো রাস্তায় বের হয়েছো কেন? এরূপ উদ্ভ্রান্তের মতো হাঁটছিলে কেন? রাস্তা কি তোমার বাবার?"
কথাগুলো শুনে জুঁই হকচকিয়ে দুরে সরে দাঁড়ালো। ওর বুঝতে আর বাকি রইল না যে ও এক কর্কষ বলিষ্ঠ পুরুষ এর সাথে ধাক্কা খেয়েছে। আশ্চর্য!! জুঁই না হয় রেগে হাঁটতে গিয়ে পরখ করতে পারে নি তাই বলে এই লোক ওকে এভাবে বলবে... দেখতে তো মন্দ নয় বরং বেশ সুদর্শন পুরুষ গৌর বর্ষের লোকটি উচ্চতায় ৬ ফুট ৩ অথবা ৪ ।পড়নে তার ফরমাল ড্রেসাপ উপর থেকে নিজ অব্দি কালোয় মুড়ানো কেবল মাত্র ভেতরে ইন করা সফেদ রাঙা সাদা সার্টটি ব্যতীত। অদ্ভুত সুন্দর লাগছে তাকে... কিন্তু সুন্দর হলে কি হবে কথাগুলো তো নিমপাতার ন্যায় তেঁতো। জুঁই এরূপ তাকানো দেখে হুংকার দিয়ে উঠলো জয়।
—"এই পিচ্চি।চোখ দিয়েই খেয়ে ফেলবে নাকি,অসভ্য মেয়ে। প্রথমে তো ইচ্ছে করে ধাক্কা খেলে এখন আবার এভাবে তাকিয়ে আছো।"
বেশ অনেক সহ্য করেছে জুঁই আর না।
—"এই আপনার সমস্যা কি? আমি না হয় রেগে জোরে হাঁটছিলাম বলে আপনাকে দেখতে পাইনি।আপনি কী চোখ কপালে নিয়ে হাঁটেন যে দেখতে পেলেন না???? আর দ্বিতীয়ত আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি।"
—"বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটুকুও জানো না। Next time এভাবে কথা বললে থাপ্পড় দিয়ে দুগাল লাল করে ফেলবো।"
51
View