📜✨
স্বপ্নের কাচে
লামিম পাইক
স্বপ্নের কাচে,
ধুলোর মতো জমে থাকে আশা
প্রতিদিন মুছি
চাই একটুখানি স্পষ্টতা
চোখে ধরা পড়ে রঙিন আকাশ
আলোর রেখায় ভেসে চলে চাওয়া-পাওয়া
তবুও ছুঁতে গেলেই
ফেটে যায় স্বপ্নের নিঃশব্দ প্রাচীর
হৃদয়ের গহীনে রেখে যায়
অদেখা এক ব্যথার রেখাপাত
কিন্তু এই কাচের দেয়ালেই
থাকে অন্তহীন অপেক্ষা
যতদিন না কোনো এক দিন
ধীরে ধীরে মুছে যাবে সব সীমা
আর স্বপ্নগুলো উড়ে যাবে মুক্ত আকাশে
ছুঁতে চাওয়া আর কখনো ফেটে যাবে না।