নীলান্জনা গ্রামের বৈশাখী মেলা আসে। সেখানে একটি স্টলে শামুকের মালা কয়েক টি কুঠির শিল্পের জিনিসপত্র কিনছিলো। এই স্টলেই আরেক কাস্টমার আসে মেয়েটির বয়েস কুড়ি বাইশ হবে। নীলা একটি ফুল দানী দেখিয়ে বলে
-- দাদা, এটার দাম কতো? একই সময়ে কেবল আসা মেয়েটিও বলে
-- ফুলদানীর দাম কতো বললেন তো?
দোকানদার তখন বললো
--ও, আচ্ছা। এর দাম একশ, টাকা ।
নীলান্জনা বললো ফুলদানীটাও দেন। অন্যান্য জিনিসের সাথে ফুলদানী প্যাকেট করে দিলেন দোকানদার। পরে আসা মেয়েটি দোকানদার কে বললো
-- আমাকেও একটা ফুলদানী দেন। দোকানদার জিভ কামড়ে বলে
-- সরি দিদি আপনারা দুই জনই ফুলদানী চাইলে , কিন্তু আমার কাছে ওই একটাই ছিলো। পরে আসা মেয়েটি রাগ করে বললো
-- একটাই যখন আছে, আমি আগে চাইলাম- আমাকে না দিয়ে ওকে দেলেন কেন? আমিই তো আপনার কাছে আগে চেয়েছিলাম। মেয়েটির কথা শুনে নীলা প্যাকেটটি ওর দিকে বাড়িয়ে বললো
-- তাহলে তুমি এটাই নাও। আমি অন্য সময়ে কিনবো।
-- আমি তা নেবো না। এমন সময় মিনু বলে ওকে ডাকতেই নীলা বুঝে নয় হিমাদ্রির বোনের নান মিনু। জোড় করে নীলা মিনুর ব্যাগে দিয়ে দেয় নিজের টাকায় কেনা জিনিস টি।