দিন দিন নাইমা শাওন হীনা হয়ে অস্থির হয়ে পড়ছে। ওর মনে হচ্ছিল তার সারা শরীরে বিষ ছড়িয়ে দেহ নীল হয়ে গেছে। নিজেকে সামাল দিতে পারছেনা। একবার ঘুমের বড়ি খেয়ে নেয়। এখন কি করবে ভেবে পাচ্ছিল না। গাড়ি বেড় করে বেড়িয়ে যায়। এখানে সেখানে তন্নতন্ন করে খোঁজ নেয় পায়না শাওনকে। মনে হচ্ছিলো আত্মহত্যা করে। ভুলে থাকার পথ খোঁজে টেনে গাড়ি নিয়ে ঢোকে একটি নাইট ডিস্কবারে। সেখানে গিয়ে
-- এই একটা দামী দাও।
বারের সার্ভিস ম্যান নাইমার সামনে একটি বোতল আর গ্লাস নামিয়ে দিয়ে বলে
-- এই নেন ম্যাডাম।
বোতল থেকে গ্লাসে ঢেলে ঢক্ করে চোখ বুঝে গিলে ফেলে। এই ভাবে কয়েক বার খেয়েই বোতল শেষ করে। মঞ্চে কিছু ছেলে মেয়ে মিউজিকের তালে নাচ করছিলো। নাইমা তাদের সাথে যোগ দিয়ে আবোল তাবোল নাচতে থাকে। এক শিল্পপতির সাথে দেখা করতে শাওন বারে ঢুকে তাকে খুঁজতে থাকে। হঠাৎ দেখে এক টি পড়ে গেল উঠতে পারছিলো না। শাওন কাছে গিয়ে ধরে নিয়ে এসে গাড়িতে তুলে নিজে গাড়ি ড্রাইভ করে নাইমার বাড়ির সামনে দাঁড়ায়। সাইমা এসে গাড়ির ডালা খুলে নাইমাকে ধরে নামিয়ে বাসায় নিয়ে যায়। তখন দেখে শাওনকে। ফিরে এসে শাওনকে বাসার ভিতরে নিয়ে যাবে , দেখে শাওন নাই।