পরিক্ষার হলে | মুহাম্মদ লিটন ইসলাম
নকল চলে,
নকল চলে,
পরিক্ষার হলে,
খাতার উপর
কলম চলে।
স্তব্ধ ক্লাসে
নকল আসে,
দিচ্ছে করা
পরিক্ষা ভরা।
মেয়ে ছেলে
পরিক্ষার হলে,
নকল পেলে
লিখে তালে—
মন খুলে।
ধরা খেলে,
খাতা নিলে,
আপন দিলে
ডর দুলে!
ফেল হলে—
কার কোলে
যাবো হেলে?
পরিক্ষা হলে,
নকল ছাড়া
লিখছে যারা—
জ্ঞানী তারা!
নেই ডরা,
পরীক্ষা ভরা।
তাদের কথা—
জীবন প্রথা।
কিসের ভয়?
কিসের ডর?
হবে জয়—
এই ধর!