মেলায় নীলা মেয়েটিকেশঢ় জিজ্ঞেস করে তোমার নাম মিনু?
-- হ্যা. কেন বলোতো? ও তোমাকে মিনু বললো তো তাই। তোমাদের বাড়ি কোথায়? মিনু বললো
-- আনন্দ পুরে।
-- ও আচ্ছা।
নীলান্জনা মনে মনে যা ভেবেছিলো তাই মিলে গেল। নীলান্জনা জেনেছিলো হিমাদ্রি বোনের নাম মিনু। সামনাসামনি কোন দিন দেখা হয়নি।
মিনু উল্টো জিজ্ঞেস করে
-- আপনাদের বাড়ি?
-- শ্রীপুর।
--আপনার নাম কি?
-- নীলান্জনা।
--আচ্ছা মিনু তোমার দাদা আছে? --হ্যাঁ।
-- কি নাম? হিমাদ্রি।
-- কেমন আছেন উনি?
-- ভালো। তবে কয়েক দিন আগে অসুখে পড়ে হাসপাতালে থাকতে হয়। এখন একটু ভালো। আপনি আমার দাদাকে চিনেন?
মিনু কৌতুহল নিবারনের জন্য জিজ্ঞেস করে নীলান্জনা প্রসঙ্গ বদলে বলে
-- তোমার দাদা তো আরো মানুষের থেকে আলাদা তাই চিনবেই লোকে। মিনু যেগুলো কিনেছিলো সে সবের দাম নীলান্জনা দোকানদার কে দেয়। মিনু টাকা দিতে গেলে দোকানদার বলে
-- টাকা এই দিদি দিয়েছেন।