Posts

কবিতা

অভিন্ন সত্ত্বা

July 30, 2025

Mir Tahsin

Original Author ভালোবাসি

77
View

তোমার বুকে সমাধিস্থ হয়ে

অমরত্বের স্বাদ নিতে চাই,

বিশ্বাস করো আর না-ই করো

এক পাতাঝরা কোন দিনের শেষে 

শালিকের ডানায় লক্ষ্মীপেঁচার ডাক শুনতে শুনতে 

উড়ে যাবো…….

অনুভবে যদি বুঝতে না পারো তাহলে দেখবে 

একজন মানুষ যতটুকু ভালোবাসতে পারে

যতযতুকু ভালোবাসা যায়  ঠিক ততটুকু তোমাকে

ভালোবাসি প্রিয়তমা আমার ।

Comments

    Please login to post comment. Login