তোমার বুকে সমাধিস্থ হয়ে
অমরত্বের স্বাদ নিতে চাই,
বিশ্বাস করো আর না-ই করো
এক পাতাঝরা কোন দিনের শেষে
শালিকের ডানায় লক্ষ্মীপেঁচার ডাক শুনতে শুনতে
উড়ে যাবো…….
অনুভবে যদি বুঝতে না পারো তাহলে দেখবে
একজন মানুষ যতটুকু ভালোবাসতে পারে
যতযতুকু ভালোবাসা যায় ঠিক ততটুকু তোমাকে
ভালোবাসি প্রিয়তমা আমার ।