কবিতা
পাতা উড়ার শব্দ
অমল সরকার
হৃদয়ে ঝড় উঠেছে পাতা ঝরে
আওশাজ হচ্ছে মর মরে
প্রেম বিরোহী জ্বালায় জ্বলে মরি
কি যেন উড়াল দিলো মনের
পত্র বিহীন বৃক্ষ দাঁড়িয়ে শুকনো কাঠে
বিচ্ছেদের কলঙ্ক মাথা নিয়ে ঘুরি দেশে
জীবনের খাতার পাতা বিপক্ষ বাতাসে
ঘূর্ণিঝড় ঝড় হয়ে উড়ছে অবিরত বিদ্যুত
নিজেকে ধরে রাখতে পারিনা শক্তি নাই
সম্পর্কের দড়ি কেটে যাবে চগে বুঝিনাই।
হোক পাতার উড়ার শব্দু কর কর
নিজের মধ্যে নিজ ঠাঁয় অধর।ম।
This is a premium post.