ভার্সিটিতে আসে শাওন। একা একা বসে গত রাতে নাইমার কথা ভেবে খুব খারাপ লাগছে। বড়লোকের মেয়ে। ওর সব কিছু ভালো লাগে শুধু রাগ আর বেয়াদবি টাই শাওনের অপছন্দ। হঠাৎ কে যেন পেছন থেকে গলা জড়িয়ে ধরে মুখ এগিয়ে শাওনের চোয়ালে চুমু খেয়ে চলেছে। চমকে ওঠে শাওন। শাওন ওর হাত ধরে ঘুরিয়ে সামনে নিয়ে এসে দেখে সহপাঠী মিতু।
-- এ কি হচ্ছে পাগলামি করিস কেন?
-- কিসের পাগলামি। আমি তোমাকে ভালবাসি। তাই যা খুশি করতে পারি।
-- কিন্তু আমি তোমাকে ভালবাসি না মিতু। আমি ভালবাসি নাইমা কে।
-- নাইমা ফুরত হয়ে গেছে।
-- তা হোক তবু আমি বেঁচে থাকতে অন্য কোন মেয়ের আমার হৃদয়ে যায়গা হবেনা।
-- তোমার নাইমা রাতে মদ খেয়ে বাড়ি ফেরে আমার বান্ধবীর কাছে শুনেছি।
-- সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। চলে যাও আমার সামনে থেকে।
-- রাগ করছো কেন? ডার্লিঙ। এই ঢাকা শহরে আমি বহু ছেলে দেখেছি তোমার মতো কাউকেই পাই নাই। তাই আমি তোমাকে না পেলে মারা যাবো।
-- মারা যাবি যা, আমার কাছে এসেছিস কেন? মরার আগে আমি তোমার নামে অভিযোগ লিখে রেখে যাবো পুলিশ হাতকড়া পড়িয়ে টানতে টানতে নিয়ে যাবে