Posts

গল্প

ভাবীর হাতের রান্না (Premium)

July 30, 2025

Omol Sarkar

0
sold
গল্প

ভাবীর হাতের রান্না

অমল সরকার

রাত নয় টা বাজে। খিদেয় পেটে খিল লেগে গেছে সুমনের। ওরা দশ জন মানুষ গ্রামে গিয়ে হাড়ি পাতিল কসমেটিকস বিক্রি করে বিকেলে বাসায় ফেরে। আজ রান্না করতে দেরি হচ্ছে। সুমন রান্না ঘরের সামনে গিয়ে দেখতে চেষ্টা করে রান্না কতো দূর? ভাবী বলে
----এই তো হয়ে এলো। খড়ি ভেজা তাই একটু দেরি হচ্ছে।
---- আমি তো রান্না দেখতে আসনাই ভাবী।
--- তাহলে কি জন্য?
সুমন আমতা আমতা করে
--- আমি আমি,,, আর কথা বেড় হয়না মখ দিয়ে। এই শহরের পাশেই বাড়ি মহিলার। সবাই ভাবী বলেই ডাকে। এই সুমন ছেলেটা তার প্রতি দিন দিন দূর্বল হয়ে পড়ছে। কয়েক দিন আগে ভাবীর শরীর খারাপের জন্য রান্না করতে আসলোনা। সুমন অন্য মহিলার রান্না বলে থাতই খেলে না। পেটের সমস্যা এটা ওটা বলে পাশ কাটালো। পরে এক ফাঁকে হোটেল থেকে খেয়ে আসে। একথা ভাবী জেনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছিলোনা।
অন্য একদিন গরুর মাংস রান্না হয়েছে। সবাই মহা ভোজে ব্যস্ত। সুমন এক ফাঁকে
রান্না ঘরে গিয়ে ভাবীকে বলে
--- হাতটা দাও। ভাবী ডান হাত এগিয়ে দিতেই সুমন জি্ভ বেড় করে ভাবীর হাত চাটতে থাকে

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    হঠাৎ ভালো লাগার ছোট গল্প