Posts

কবিতা

মনুষ্যত্ব হেরে

July 30, 2025

কবি মোকছেদ আলী

46
View

মনুষ্যত্ব হেরে, পশুত্ব যেন, না করি অর্জন 
সম্মান বিসর্জন দিয়ে, যেন সম্পদ  না করি আহরণ। 
পঙ্কিল যুক্ত জলাশয়ে, না করি যেন অবগাহন 
গভীর সাগরে নেমে, যদি হয়ও মরণ। 
দুঃখের পরাকাষ্ঠে পুড়ে, ছাই হই যদি 
তবু পাপের ছোঁয়ায় যেন, নাহি হই ক্ষতি। 
জীবনে আসে যদি, দুর্যোগ ঘনঘটা 
তবু মনে লাগে না যেন, পাপের ছটা। 
আমি যেন স্বার্থের সেবক, কভু নাহি হই   
আমি যেন সত্যের সাধক হয়ে, চিরদিন রই। 
সত্যের প্রদীপ জ্বলে, আমার অন্তর গহীনে 
আমি অসত্যকে করি পদদলি, সত্যের সন্ধানে। 
আত্ম অহংকারে গরীব-দুঃখীরে, নাহি যেন ভুলি 
স্বার্থের লোভে সম্মান যেন, নাহি দেই  জলাঞ্জলি। 
আমি অট্টালিকা নাহি চাই, ক্ষণিকের তরে 
দুঃখ আমার বন্ধু হয়ে, থাকুক জনম ভরে। 
সারা জীবন গাহি যেন, সত্যের জয়গান 
ধুলির ধরায় সবাই সমান, হিন্দু মুসলমান। 
সদায় কামনা করি, ওগো বিশ্ব প্রভু মহিয়ান 
শক্তি দাও সাহস দাও, যেন করতে পারি মানুষের কল্যাণ। 

Comments

    Please login to post comment. Login