আলফাজ-এ-ইবাদাত ছড়ায় গগনপানে,
খোদা তুমি রহম রচো প্রাণপ্রাণে।
রাহমান তুমি, রাহিম সাথি,
তোমারি যিকিরে জেগে ওঠে মাটি।
কালামে বাজে করুণ তান,
আরশে ওঠে ধ্বনি—তুমি মহা দয়াবান।
তোমারি নামে দোয়া উঠে,
নাজাত চেয়ে রুহ্ তাই কাঁদে জুটে।
ইলমের রাহে পথের দিশা,
তাওহিদের নূরে মিটে অন্ধ বিশ্বাস।
হাকিম তুমি, তুমিই হাদি,
ফেরদৌস দেখাও তুমি রহ্মতগাঁথি।
ইশ্কে খোদা যে হৃদয় ভরে,
তারই লবজে হাম্দ ওঠে নিশিভোরে।
সুবহানাল্লাহ্— বলি বারবার,
জান-ও-দিল দিয়ে থাকি স্বরণে তোমার।