মনের মানুস
অমল সরকার
মৌর মনটা ভালো না। মা ঘরে এসে
--- খেয়ে নে, খেয়ে করে চলে গেল। মৌ খুলে না বললেও মা বুঝতে পেরেছে সাহিন বিদেশে যাওায় ওর মন খারাপ। এতে কার ক্ষতি হচ্ছে মৌরই। মা ঘর থেজে চলে যাওয়ার পর মনে পড়ে একদিন সাহিন মৌকে বললো
--- মৌ আমার তো ভিসা হয়ে গেছে আমেরিকায়। আমার সাথে তুমি ও যেতে পারবে? আমি সাহিনকে ভালবাসি। প্রেম করি। বিয়ে তো করিনি।একটি অবিবাহিত ছেলের সাথে একটি অবিবাহিত মেয়ে সাত সমুদ্রের পারে চলে যাবে, এটা হয় নাকি। আমি রাজী হলাম না। সাহিন চলে গেল।সেই থেকে আমি আমার মনের মানুষকে হারালাম। যাকে কিছুতেই ভুলতে পারছিনা।
এ যে কি যন্ত্রণা শুধু মাত্র আমি ছাড়া আর কেউ জানে না।
হঠাৎ কাল ফোন করে সাহিন। বলে
,,কেমন আছো মৌ? আমি যার পর নাই খুশি হয়ে বললাম
,, আমি ভালো আছি সাহিন। তুমি? সাহিন বললো
,, আমি ভালো নাই মৌ।
,,কেন বিদেশে গাঁদা গাঁদা টাকা কামাই করছো, আর বলছো ভালো নাই।
,,টাকাই সুখ দেয়না মৌ। আমার সব সুখ ছিলে তুমি। তোমাকে কাছে পৃথিবী মিথ্যা হয়ে যায়।
,, আমার যে বিয়ে হয়ে গেছে সাহিন।