বুকার প্রাইজ-২০২৫ এর জন্য মনোনীত লেখকদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত এই দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন ১৩ জন লেখক।
এবারের তালিকায় বুকারজয়ী ভারতীয় লেখক কিরণ দেশাইয়ের ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’ উপন্যাসটি স্থান পেয়েছে। ২০০৬ সালে ‘দ্য ইনহেরিট্যান্স অব লস’ উপন্যাসের জন্য তিনি মর্যাদাবান এই পুরস্কারটি জিতেছিলেন।
এছাড়া পূর্বে বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন এমন দুজন লেখকও এবারের দীর্ঘ তালিকায় আছেন। এরা হলেন অ্যান্ড্রু মিলার এবং ডেভিড সালায়। বুকার ফাউন্ডেশন জানিয়েছে, গত এক দশকে এটিই সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ তালিকা।
চলতি বছর যুক্তরাষ্ট্রের ৪ জন লেখক দীর্ঘ তালিকার জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন, সুসান চোই, কেটি কিতামুরা, লেডিয়া জোগা ও বেন মার্কোভিটস। তবে এবার তালিকায় আয়ারল্যান্ডের কোনো লেখক জায়গা পাননি।
এবার বুকার কর্তৃপক্ষের কাছে ১৫৩টি উপন্যাস জমা পড়েছিল। সবগুলো বই ইংরেজিতে লেখা এবং ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত হয়েছে।
এ বছর বুকার প্রাইজের বিচারক প্যানেলে ছিলেন বুকারজয়ী আইরিশ লেখক রডি ডয়েল, নাইজেরিয়ান লেখক আয়োবামি আদেবায়ো, মার্কিন উপন্যাসিক কাইলি রিড, লেখক ও সমালোচক ক্রিস পাওয়ার এবং মার্কিন অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার।
এদিকে ২৩ সেপ্টেম্বর বুকার প্রাইজের জন্য মনোনীত লেখকদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ১০ নভেম্বর লন্ডনে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের বুকারজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বুকার প্রাইজ দেওয়া হচ্ছে। এর আগে ‘মিডনাইটস চিলড্রেন’ এর জন্য সালমান রুশদি, ‘দ্য রিমেইনস অব দ্য ডে’ এর জন্য কাজুও ইশিগুরো এবং শুগি বেইন এর জন্য ডগলাস স্টুয়ার্ট মর্যাদাবান এই পুরস্কারটি পান।
২০২৫ সালের বুকার প্রাইজের দীর্ঘ তালিকা এক নজরে দেখে নেওয়া যাক:
১. ক্লেয়ার অ্যাডাম – ‘লাভ ফর্মস’
২. অ্যান্ড্রু মিলার – ‘দ্য ল্যান্ড ইন উইন্টার’
৩. কেটি কিতামুরা – ‘অডিশন’
৪. বেন মার্কোভিটস – ‘দ্য রেস্ট অব আওয়ার লাইভস’
৫. নাতাশা ব্রাউন – ‘ইউনিভার্সালিটি’
৬. সুসান চোই – ‘ফ্ল্যাশলাইট’
৭. জোনাথন বাকলি – ‘ওয়ান বোট’
৮. বেঞ্জামিন উড – ‘সিস্ক্র্যাপার’
৯. লেডিয়া জোগা – ‘মিস ইন্টারপ্রিটেশন’
১০. মারিয়া রেভা – ‘এন্ডলিং’
১১. কিরণ দেশাই – ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’
১২. তাশ আও – ‘দ্য সাউথ’
১৩. ডেভিড সালায় – ‘ফ্লেশ’
সূত্র: দ্য গার্ডিয়ান