আজ ৩১ শে নভেম্বর, শুক্রবার ছুটির দিন। ছুটির দিনে পড়ন্ত বিকেলে একটু একাকী সময় কাটাতে সবারই ভালো লাগে একান্ত নিজের মতো করে । কষ্টের চাদর মুড়ি দিয়ে প্রকৃতিতে আবারও শীত চলে এলো এই শীতকালীন সময়টা যেন আতিকের বুকে সূচের মতো হানা দেয় । মনটাকে আজ কিছুতেই শান্ত করতে পারছে না সে বারবার সেই বেদনা ঘন দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। দম যেন বন্ধ হয়ে আসছে,তাই একটু শীত করলেও জানালাটা খুলে একটা চেয়ার নিয়ে জানালার পাশে বসে পড়লো সে, পাশের ফ্ল্যাট থেকে গানের সুর ভেসে আসছে এটা কি গান নাকি ব্যথার রাগিনি কিছুই বুঝে উঠতে পারছে না সে, গানটা তখনো বেজেই চলেছে অনেক পুরনো একটা গান - স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি,,ই,,, ই,,, চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়,,,,,কতকাল দেখিনি তোমায় একবার তোমায় দেখি,,, সত্যিই ভীষণ দেখতে ইচ্ছে করছে আজ, আতিকের চোখ গড়িয়ে জল পড়ছে এখন শুধু দীর্ঘশ্বাস আর বোবা কান্না ছাড়া কিছুই নেই ওর জীবনে । আজ হাজার চেষ্টা করলেও তাকে একটাবার দেখার কোন উপায় নেই। আতিক নিথর হয়ে বসে আছে ,এদিকে ধীরে ধীরে পৃথিবীর সব রং মুছে যাচ্ছে, ঘর ছাড়া পাখিগুলো তাদের নীড়ে ফিরে যাচ্ছে কখন যে সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারেনি সে ।একটুক্ষনের মধ্যে আজানের ধ্বনি কানে এসে বাজল , আজানের ধ্বনি আতিকের অবচেতন মনটাকে নাড়া দিয়ে গেল আতিক এবার উঠে জানালাটি বন্ধ করে ওযু করতে বেরিয়ে গেল।
নামাজ পড়বে সে, আজ সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে,
যে আতিক আল্লাহকে বিশ্বাসই করত না, সেই আতিক আজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ।সে আল্লাহকে ভয় পায় আল্লাহকে বিশ্বাস করে একদম ভিন্ন এক মানুষ আজ সে,
কিন্তু এইতো সেদিন মাত্র তিন বছর আগের কথা জীবনটাকে সে শুধু বাজিমাত করে বেড়াতো বাজিই ছিল তার জীবন সবকিছুতেই ওর বাজি রাখা চাই খেলাতে বাজি ধরা, বন্ধুদের সাথে বাজি ধরা সবকিছুতেই বাজি ধরা চাই ,,আর বাজিতে অবশ্যই জিততে হবে তাকে,
আতিক তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি এর ফাইনাল ইয়ারের ছাত্র আর সবার বড় ভাই নামে খ্যাত ছিল, সবার সব আবদার পুরনো করত সে আর অহংকারী ও বটে, চেহারাও আতিকের কম সুন্দর নয় ওর চেহারাটা যেন ওর কাছে অহংকারের একটা বড় কারণ ছিল ।তার ওপর আবার বেশ পয়সাওয়ালা বাবার একমাত্র সন্তান, পড়াশোনাতেও খুব একটা খারাপ না, ক্যাম্পাসের সব মেয়েরা ওর পিছনে ঘুরঘুর করত,
সব মিলিয়ে যেন সোনায় সোহাগা,
আতিকের স্মার্ট মেয়ে পছন্দ,সব সুন্দরী ও স্মার্ট মেয়েদের তালিকা তার কাছে, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার অব্দি,
সেই তালিকায় এবার যুক্ত হয়েছে নিহা,
হ্যাঁ নিহা, নিহা নতুন এসেছে এই কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে,
নিহা বেশ সুন্দরী,একদম নিখুঁত গায়ের গড়ন, কিন্তু খুব বেশি স্মার্ট না তবে খুব মেধাবী ছাত্রী সে। কোন এক মফস্বল শহর থেকে আসা মেয়ে ঢাকার পরিবেশের সাথে যতটুকু মানিয়ে নেওয়া প্রয়োজন সে ততটুকুই স্মার্ট কিন্তু মনের ভেতরটাতে এখনো মাটির গন্ধ বিদ্যমান, শহরের রং ঢং এখনো খুব একটা তাকে স্পর্শ করতে পারেনি, পড়াশোনার বাইরেও যে একটা জগৎ থাকে সে সেটা মানতে নারাজ,
ক্লাস শুরুর ১০ মিনিট আগে আসে ক্লাস শেষে বেরিয়ে যায়। ক্যাম্পাসে খুব একটা চোখে পড়ে না তাকে, আর ক্লাসের ফাঁকে যতোটুকু সময় থাকে লাইব্রেরীতে বসে বই পড়ে,
পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না সে,
নিহার আরেকটা সমস্যা হচ্ছে হঠাৎ করে কারো সাথে খুব একটা মিশতে পারে না,আর ছেলেদের সাথে বন্ধুত্ব করতে ভীষণ ভয় তার মনে, তাই সে ছেলেদের ধারে কাছে যায় না ।
এজন্য ছেলেরা তাকে অহংকারী ভাবে ,আতিকো তাই ভাবছে, আতিক ভাবছে প্রায় তিন মাস হয়ে গেল মেয়েটা ভার্সিটিতে এসেছে,তার ব্যাপারে ছোট বড় সবাই জানে শুধু এই মেয়েটাই তার ব্যতিক্রম । তার সাথে বন্ধুত্ব করার জন্য অথবা ছোটখাটো কাজের জন্য সব মেয়েরাই ছুটে আসে, আবার কেউ আসে আতিক এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আবার কেউবা আসে আতিক এর টাকার লোভে,
কিন্তু নিহা? ক্যাম্পাসের বড় ভাই খ্যাত আতিকের কোন মূল্যই নাই এই মেয়ের কাছে,
এই ব্যাপারটা আতিক এর মনে এক ক্ষোভের সৃষ্টি করছে আবার নিহার সৌন্দর্য ও যেন আতিককে আকৃষ্ট করছে ,
একদিন ক্যাম্পাসে সবাই আছে ,আড্ডা দিচ্ছিল সবাই,এমন সময় ওই পথেই নিহা ক্লাসের দিকে যাচ্ছিল ,দূর থেকেই নিহাকে দেখে আতিক উঠে দাঁড়ালো কিন্তু নিহা পাশ কেটে চলে গেল মনে হল সে কাউকে দেখেইনি,কথা বলা তো দূরের কথা ,
আতিককে উদ্দেশ্য করে রাহাত ঠাট্টার ছলে বলে উঠলো কি রে তোর দিকে একবার তাকালোও না? খালিদ বলে উঠলো এবার হয়তো আতিকের সাথে বাজি ধরলে আতিককে হারানো যাবে সত্যিই আতিক তুই এবার মেয়েটার কাছে মনে হয় হেরে যাবি,,,
আতিক এবার মনে মনে ভীষণ ক্ষুব্ধ হয়ে গেল এবং বন্ধুদের সাথে বাজি ধরে বসলো যে ১৫ দিনের মধ্যে নিহা নিজে এসে ওকে বন্ধু বানাবে এবং নিজ থেকে এসে ভালোবাসার কথা ও জানাবে আর বাজিতে জিতলে অনেক বড় একটা পার্টি দিবে সে,
আজ থেকে শুরু হলো আতিকের নতুন খেলা ।আর একটা নতুন বাজি এটা কোন ক্রিকেট ম্যাচ নিয়ে বাজি নয় ,এটা মানুষের মন নিয়ে খেলা, মন যেতার বাজি,,,
117
View