Posts

কবিতা

ভূতের বাড়ি (Premium)

July 31, 2025

Omol Sarkar

0
sold
কবিতা

ভূতের বাড়ি


অমল সরকার

আমরা এখন বসত করি ভূতের বাড়ি
অভ্যাস মতো কথায় কথায় দেই আড়ি
ভালোবাসা মুখে মুখে শোভা শুধু পায়
জীবনটায় সবই হয় তবুকরি হায় হায়।

এই হলো আমাদের জীবন চলন বলন
মুখে যতোই হাসি খুসি ভালো নাই মন
গল্প করি লম্বা লম্বা কাজে শুধু অষ্টরম্ভা
মিত্যা সত্য গুলিয়ে সরবত বানায়ে খাই।

মা আর জনজী থাকে না হয় চাকরানী
বাবা হয় অসম্মানজনক হয় অপমানী
ভাই আর ভাই থাকেনা হয়ে যায় যাচিত।
বোন হয়ে যায় অপয়া অলক্ষী অযাচিত।

বিপদের বন্ধুরা পর হয়ে শত্রুতে রুপ
আপন কে পর কে খুলে যায় এ সরুপ
আমরা সুখের উল্লাসে ছেড়ে ঘরবাড়ি
সুখ ছেড়ে দুঃখের সাথে এখন ঘর করি।

তাই বলি মানুষ সমাজের বাসিন্দা হয়ে
ভুতকে আপন মনে তার সাথে চলিনিয়ে
নিজের ভাষা ছুড়ে দিয়ে ওই কণ্ঠে বলি
রঙ দেখে ভয় পেয়ে রক্তে খেলি হোলী।

নিজেদেরকে যতোই মানুষ পরিচয় দেই
আচার আচরণে সে গুলোর কিছুই নেই
ভুতরা যা ঘৃনা করতো আমরা তাই করি
পরের গলা টিপে ধরতেই নিজের ধরি।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    বাস্তব জীবনের কবিতা