দিয়া একজন আইনজীবী । কিন্তু তার জীবনে ও কিছু ব্যর্থতার গল্প আছে । তার ছোট ছোট চাওয়া পাওয়া গুলো স্মৃতি হয়ে তার জীবনে রয়ে গেছে কখনও পূরণ হয়নি । দিয়া ও কোনো একদিন কাউকে ভালবেসে ছিল , কিন্তু সেই মানুষটাকে সে কখনও বলেনি , ভালবাসি তোমাকে । দিয়া তার প্রিয় মানুষের সাথে অনেক কথা বলত এবং সে যে তাকে ভালোবাসে এটা বোঝানোর চেষ্টা ও করত । হয়তো সে বুঝত কিন্তু গুরুত্ব দিতো না ।
এখন সে অন্য কারো আর দিয়া ও অন্য কারো । তারপর যেনো মনের মাঝে মূল্যহীন ভাবে অনেক অভিমান রয়েছে তার ওপর কিন্তু এটা কল্পনা করাও যে মূল্যহীন । সে হয়তো স্মৃতি হয়ে সারাজীবন গোপনে মনের মাঝে থেকে যাবে ।
কথায় আছে,
জীবনের সব চাওয়া কখনও কি পাওয়া যায়
হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয় ।
জীবনের চাওয়া পাওয়া সত্যিই অদ্ভুত । এটা কেবল মাত্র কল্পনাতেই সুন্দর । বাস্তবে না ।