কেন মেঘ হারায় আমার আকাশে,
শিশিরবিন্দু ফুরায় দুমড়ে যাওয়া ঘাসে?
যদিও বা সন্ধ্যা নামে
বর্ষার দিন শেষে।
কেন চোখে বাষ্প জমে,
নীল খামে এসে?
শুণ্যকে ঘিরে থাকা
না পাওয়ার বেশে।
কেন ভাটা আসে জোয়ারের শেষে,
সব কেড়ে নিয়ে নীরবে হাসে?
তবুও বা আলো ফোটে,
অন্ধকারে ভেসে।
কেন হয় না মসৃণ,
এই যে প্রতিদিন
গতকাল হয়ে যায়
পুরাতন কিংবা মলিন।
কেন হয় যুদ্ধ একই প্রান্তরে,
প্রদীপ নেভা আমার অন্তরে?
নতুবা হারায় চেনা কূল,
কুড়িয়ে পাওয়া ফুল।
কেন মেলে না বিরাম,
দিন,রাত একাকার।
এক মুঠো বাঁচার আশায়,
দিন যায় অভাগার।