আমার আনমনা মন,
একখন্ড সমুদ্র একূল অকূল ভাসায়,
যেখানে তুমি নীল, তুমি ঢেউ,
তোমাতেই সব হারায়।
তুমি ক্যানভাসে ছড়ানো,
ভুল রঙে আঁকা।
চোখের কোণে
কাজলে বাঁকা।
তোমার মুঠো ভরা বৃষ্টির
শীতলতা আমায় জড়ায়,
একটু একটু করে
তুমি বাদে সব হারায়।
এই যে তুমি শুধুই কি সর্বনাম,
বিশেষ্যের পরিবর্তে বসে যাও
নাকি আমার প্রিয় বিশেষণে,
নিত্য নিত্য থেকে যাও।
তুমি হয়তো নিরারুণ শখ
কারো বা আপোষ ,
যার কোন তুমি নেই
তার জন্য আফসোস।
কত কত তুমিকে আগলে রাখে আমিরা,
চেতনায় আটকে রাখে তুমিদের ছবিটা।
তাইতো পৃথিবীর সব তুমির নামে
লিখে দিলাম কবিতা।