Posts

নিউজ

বুকারের দীর্ঘ তালিকায় ভারতীয় লেখক কিরণ দেশাই

July 31, 2025

নিউজ ফ্যাক্টরি

199
View

চলতি বছরের বুকার প্রাইজের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় লেখক কিরণ দেশাই। মঙ্গলবার (২৯ জুলাই) এই তালিকা প্রকাশ করা হয়। এতে ৫৩ বছর বয়সী বুকারজয়ী এই লেখকসহ মোট ১৩ জনকে মর্যাদাবান এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।   

কিরণ দেশাই তার ‘দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি’ উপন্যাসের জন্য বুকারের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছেন। প্রায় ৭০০ পৃষ্ঠার বিশাল এই উপন্যাসটি আগামী সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে বলে জানা গেছে।  ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে লেখা প্রেমের এই উপন্যাসটিতে পারিবারিক উত্তরাধিকার, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, ঘনিষ্ঠতা এবং একাকীত্বকে তুলে ধরা হয়েছে। 

ভারতীয় এই লেখক ২০০৬ সালে ‘দ্য ইনহেরিট্যান্স অব লস’ উপন্যাসের জন্য বুকার প্রাইজ জিতেছিলেন। এই বইটির জন্য তিনি ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল ফিকশন অ্যাওয়ার্ডও জিতেছেন।   

এদিকে ২০১৫ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ইকোনমিক টাইমস কিরণ দেশাইকে বিশ্বের ২০ জন প্রভাবশালী ভারতীয় নারীর একজন হিসেবে তালিকাভুক্ত করেছিল।  

উল্লেখ্য, কিরণ দেশাই ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তিনি লেখক অনিতা দেশাইয়ের মেয়ে। ১৪ বছর বয়সে তিনি ভারত ছেড়ে চলে যান। তিনি ও তার মা এক বছর ইংল্যান্ডে থাকেন। এরপর তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তার প্রথম উপন্যাস ‘হুল্লাবালু ইন দ্য গুয়াভা অর্চার্ড’। এটি ১৯৯৮ সালে প্রকাশিত হয় এবং সালমান রুশদির মতো লেখকদের কাছ থেকে প্রশংসা লাভ করে। দ্বিতীয় উপন্যাস লিখে তিনি মর্যাদাবান বুকার প্রাইজ পান। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login