অচেনা
এস.এ
চেনা পথ,চেনা প্রান্তর,
আমায় জড়িয়ে থাকা সেই রংধনু,আর তুমি !
প্রকৃতি ও আবেশ এ থাকে,তোমার আমার মিলন ক্ষণে,
শুধু চাওয়া হলো না দুজনে।
মিথ্যে ছলা আর পথ খুঁজে ফেরা তোমার,
বড় মায়া তোর মিথ্যে এক বুননে ,
আমি তো চাইনি ধরে রাখতে ,
শুধু থাকবে কি আমার হয়ে এই মিনতি ছিলো শেষ বেলাতে!
জানি মিথ্যে ছলা তোর , তবু বিশ্বাস।
আড়ালে তোমার সকলি জানা !
নিজেকে চেননি এই প্রলয় ক্ষণে।