তোমাকে অনেক কিছুই বলার ছিল,
বলবো বলবো করে বলা হচ্ছে না!
- কি বলবে, বলো সংকোচ কিসের?
ভয় লাগে, বুকে আসে কিন্তু মুখে এসে নষ্ট হয়ে যাওয়া ক্যাসেটের ফিতার মতো আটকে যায়!
–অভয় দিলাম, বলো।
বলি তবে?
-বলো
না থাক অন্য কোনদিন।
–উহু আমি এখনই শুনবো নয়তো এক্কেবারে আড়ি।
বলো না,বলো।
তোমার চোখ দু'টো মনে হয় নেশা মেশানো তাকালেই কেমন বুকটা খামচি ধরে।
–আর?
তুমি হাসলে বুকের কাছে সুখের ঠিকানায় হয়।
–আর?
তুমি পাশে থাকলে সস্তি লাগে, তোমার কথা, তোমার সাথে কাটানো সময় যেন ক্লান্ত আমি, ব্যথিত আমায় শীতল কোন হাওয়া ছুয়ে দেয়।
–আর...
তোমার চুলের শ্যাম্পুর গন্ধ আমাকে মাতাল করে প্রেমময়।
সব মিলিয়ে এই আমি তুমিময় লিখিত দলিল।
আমার মস্তিষ্কে পুরোটা তোমার চাষের জমি।
শেষ কথার সুর, শেষ বাঁশি
তোমার সাথে কাটাতে চাই বৃদ্ধ বয়স
আঠারো থেকে আঁশি।
সারমর্ম শোনা,
তোমাকে অনেক ভালোবাসি।