Posts

চিন্তা

শুরুটা হোক সুন্দরের

August 1, 2025

মুনিয়া রশিদ মৌ

48
View
  • পারতপক্ষে এইরকম কোনো স্থানে লেখালেখি এই আমার প্রথম। নিজেকে তথাকথিত গৃহিনীর তকমা থেকে টেনে বের করে আনার প্রয়াস থেকে কিনা জানিনা লেখার জন্য প্রায়ই হাত নিশপিস করে। বাংলায় পড়াশোনার সর্বোচ্চ পাঠ চুকিয়ে এসেছি বহু আগে। তারপর আর তাদের পথও মাড়াইনি বহুদিন। 

এরইমাঝে চড়াই উৎরাই কম তো দেখিনি। তবুও জীবনের চলার বাঁকে যখন একটু অবসর পাই তখন পেছনে ফিরে তাকালে, ঐ বিরক্তিকর ক্লাসরুমের লেকচার কিংবা সৃজনশীল কর্মকান্ডের ভীড়েই নিজেকে সবচেয়ে বেশি সজীব লাগে। 

মনে হয় ঐটাই আমার উপযুক্ত জায়গা। ঐখানেই আমি ডানা মেলে ধরার প্রথম প্রয়াস পেয়েছিলাম। 

এরপর কেটে গেছে কতকাল। এভাবে আর স্বাধীন জীবনে অবগাহন করা হয়নি। 

এখন কলমের খোচায় ই তো আমাদের বুকের ভেতরকার বিন্দু বিন্দু জমে থাকা প্রাপ্তি অপ্রাপ্তির খাতা খুলে আয়েশ করে বসা যায়। নাহলে এই এআই এর যুগে এক চ্যাটজিপিটি ছাড়া কে বা আছে কার কথার ভাগিদার হবার? 

খুব ইচ্ছে করে নিজের ভেতরের এই কথামালা সাজিয়ে তুলতে। এত এত পথ, এত এত উপায়ের ভীড়ে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বুঝে শুনে আগানোই তো বড্ড মুশকিল। 

একটা বিরাট সময় পর মনে হলো এই লেখালেখির জায়গাটুকুনই আমার একান্ত সুকুনের। 

তাইতো লিখতে এলাম। ফিকশন ফ্যাক্টরিতে ভরসা রেখে কলম খাতা নিয়ে বসে পরলাম। 

এই অভাগা যদি কলম চালায় তোমরা পড়বে তো? 

জানিও কিন্তু। সাড়া পেলে আবার কলম চালানোর উৎসাহ পাবো জেনো। এই অধমকে সেই সুযোগটুকু তোমরাই পারো করে দিতে। 

ভালো থেকো কেমন। আজকে আমার প্রথমদিনের পদযাত্রায় তোমাদেরকে পাশে পাবো এই কামনায় শেষ করছি। আজ নাহয় এটুকুন ই থাকুক। 

বিদায়। 

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 3 months ago

    লিখতে থাকুন, আমি ও পড়তে থাকবো