Posts

পোস্ট

বাবা অনুগল্প

August 1, 2025

রাকিবুল ইসলাম

Original Author রাকিবুল ইসলাম

59
View

-চাচা নামবেন কোথায়?

- এইযে পরের ইস্টিশনে বাবা।

-আপনার বাড়ি এখানেই?

-না বাবা, মায়াডারে বিয়া দিছলাম এইনো। মাইয়ারে দেখবার যাইতাছি।

-বাবা কি পড়ালেহা করো?

-হে চাচা, ইন্জিনিয়ারিং পড়তেছি

-ওহ, আমার বড় পুলাডাও ইন্জিনিয়ার। অনেক টেকা কামায়। ঢাকায় ত অনেক বড় বাড়িও আছে। পুলাডারে লয়া আমার গর্বের শেষ নাই। আমি অহন ইন্জিনিয়ারের বাপ। কইতেও শান্তি লাগে।

পাশ থেকে চাচার ছেলে (১৪/১৫ বছর বয়সী হবে হয়তবা) বলে উঠল-

" হ তোমার বড় পুলায় যে খোঁজ খবর রাখে না, সেইটাও বলো ভাইকে। শুনেন ভাই, বড় ভাইয়ার পড়ালেখার জন্য আব্বা এত টাকা খরচ করেছে যে আমাদের ঋণের অভাব নাই। মাথার ঘাম পায়ে ফেলে তারে ইন্জিনিয়ার বানাইছে। আম্মুর জন্য প্রতিদিন ৩০০ টাকার ঔষধ দরকার হয়। রিক্সা চালিয়ে আব্বা সংসার চালাতে হিমসিম খায় প্রতিনিয়ত। ভাইয়া লাখ লাখ টাকা ইনকাম করে। আমাদের একটু খোঁজ ও নিয়ে দেখে না। তার পড়ালেখার জন্য আমাদের প্রায় সব কৃষি জমিও বিক্রি করা হয়ে গিয়েছে৷ তবুও আব্বার গর্বের শেষ নাই তারে নিয়া। আর এখন তিন মাস ধরে ধার দেনা করে বোনের বাড়িতে যৌতুক নিয়ে যাচ্ছি। দুলাভাই বলেছে টাকা না নিয়ে গেলে আপুকে নাকি আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে। "

ছেলেটার কথা গুলো আমি হা করে শুনছিলাম। চাচা কয়েকবার কথার মাঝে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ছেলেটা একদমে কথাগুলো বলে ফেলল। চাচার চোখ দিয়েও পানি পড়ছে। আর আমি মনে মনে ভাবছি "ইন্জিনিয়ার হওয়ার পর আমার বাবার কষ্টের দাম আমি দিতে পারবো ত? "

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 3 months ago

    যে বাবা মা এতো কিছু করে, তাদের প্রতিদান দেয়া যায় কি?