Posts

কবিতা

এ মাটি আমার (Premium)

August 1, 2025

Swapon Biswas

0
sold
এই মাটি আমার—
....... স্বপন বিশ্বাস

এই মাটি আমার পিতামহের দলিলে কেনা,
যেখানে মা ঘুমিয়ে আছে অনন্ত শয়নে।
এই মাটি আমার পিতার রক্তে রঞ্জিত—
তুমি বল এ মাটি আমার না।

তুমি ইতিহাস জানো না—
দখল নিলেই মালিক হওয়া যায় না,
দখলদার, সেতো লুণ্ঠনকারী,সে হয় দস্যু,
যার পতন অনিবার্য, সময়ের বিচারে।

এই মাটি শুধুই জমি নয়,
এ মাটি আমার অস্তিত্ব, আমার পরিচয়,
আমার ভাষা, আমার জন্মসূত্র।
তুমি কে আমায় তাড়াবে?
তুমি চাও ইতিহাস মুছতে।

জেনে রেখো—
যে মাটি রক্তে কেনা
তাকে কেউ দখল করে না,
রক্ষা করতে হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login